রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি :জামালপুরে চরম লোডশেডিংয়ের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ জুলাই) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, অ্যাডভোকেট মনজুর কাদের বাবুল খান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে
আওয়ামী লীগের হামলা ও পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা সরকারের পরিকল্পিত ঘটনা। এই ঘটনায় দলের ৬০ জন নেতাকর্মীও আহত হয়েছেন। এর দায় পুরোপুরি সরকারের।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post