ঝিনাইদহ প্রতিনিধি ।।ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছসেবক দলের কর্মী আব্দুর রহিমের গায়েবানা জানাযা সম্পন্ন হয়েছে।
সোমবার (১ আগষ্ট) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ নামাযে জানাযার আয়োজন করে জেলা বিএনপি।
দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহে অনুষ্ঠিত জানাযায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। জানাযা শেষে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহত আব্দুর রহিমের হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান।
আর//দৈনিক দেশতথ্য//১ আগষ্ট-২০২২//

Discussion about this post