মিরপুর প্রতিনিধি ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মিরপুর উপজেলা জাসদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল মিরপুর উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, মিরপুর উপজেলা জাসদের অন্যতম নেতা মোঃ আব্দুল জলিল, জালাল উদ্দিন মেম্বার, মিজানুর রহমান মিজান, ফজলুল হক জোয়াদ্দার, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি আজাম্মেল হক, সাধারন সম্পাদক রবিউল ইসলাম সেন্টু, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি হাবিব রহমতুল্লাহ সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বারুইপাড়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা ডাঃ মাসুদ রানা, জিয়াউর রহমান জিয়া, জাতীয় নারী জোটের নেত্রী মোছাঃ লিপি খাতুন, মোছাঃ রোমা খাতুন, আফরোজা মল্লিক মনা, লাভলী ইয়াসমিন জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সভাপতি নাজমুল হোসেন সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা সাধারন সম্পাদক আলামিন ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Discussion about this post