শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ৮০ গ্রাম হেরোইনসহ মো. সাইদুল ইসলাম ওরফে রনি (৩২) নামে এক যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আটক যুবক পৌর শহরের বাড়ীওয়ালাপাড়া মহল্লার বাসিন্দা। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, অভিযানের সময় অভিযুক্ত রনির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, হেরোইন সেবনের সরঞ্জামাদি, হেরোইন বিক্রির নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে আটক যুবককে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, জব্দ করা হেরোইন ভ্রাম্যমাণ আদালতের সাজার নির্ধারিত পরিমাণের বেশি হওয়ায় ওই যুবককে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গৌরীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান,আটক রনির বিরুদ্ধে মামলা থানা একটি মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post