রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে তারা মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
বুধবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত তারা মিয়া একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আহতরা হলেন, ওই অটোরিকশা চালকের স্ত্রী সীমা বেগম ও প্রতিবেশী আব্দুল মজিদের স্ত্রী মমতাজ বেগম। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় বাড়ির পাশে বজ্রপাত হলে বিদ্যুৎ তাড়িত হয় অটোরিকশা চালক তারা মিয়া, তার স্ত্রী ও পাশের বাড়ির গৃহবধূ মমতাজ বেগম। তাদের হাসপাতালে নেয়ার পথে তারা মিয়ার মৃত্যু হয়। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post