ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, মফিজুর রহমান আকাশ, গান্না ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয়। প্রতিযোগিতা এতে ওই বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীরা প্রতিদ্ব›িদ্বতা করে। নির্ধারিত সময়ের খেলায় ২-১ গোলে প্রভাতী শিফটকে পরাজিত করে দিবা শাখার খেলোয়াড়রা বিজয় লাভ করে। খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আর//দৈনিক দেশতথ্য//৪ আগষ্ট-২০২২

Discussion about this post