মাফরোজা সিদ্দিকা বুশরা,সুনামগঞ্জ থেকে : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরন করায়
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান
তালুকদারের পরিবারকে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
৩রা আগস্ট বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান তালুকদারের জেষ্ট পুত্র সৌমিক রহমান তালুকদার এর হাতে।
এ সময় বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে উপস্থিত ছিলেন।
দৈনিক মানবকন্ঠ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী
বলেন, হাবিবুর রহমান তালুকদার মারা যাওয়ার পর তার ছেলে আবেদন করলে ওই আবেদনে আমি এবং জেলা প্রশাসক সুপারিশ করি।পরে আবেদনটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাবরে প্রেরণ করা হলে উক্ত আবেদন অনুকূলে অনুদান বরাদ্দ হয়।
ডেইলি আওয়ার টাইম প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আল-হেলাল বলেন, সাপ্তাহিক গ্রাম বাংলার কথা পত্রিকার সম্পাদক এডভোকেট শামছুন নাহার বেগম ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ এর সুপারিশ সহকারে আবেদন করে জীবদ্ধশায় অনুদান পেয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান
তালুকদার।
উল্লেখ্য সুনামগঞ্জের দিরাই থানার রাধানগর নিবাসী হাবিবুর রহমান তালুকদার
১৯৬১ সনের ২৪ জুন জন্মগ্রহন করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস,দৈনিক ইত্তেফাক ও দৈনিক সিলেটের ডাক পত্রিকায় কর্মরত থাকাবস্থায় ২০২১ইং সনের ২২ আগস্ট সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মৃত্যুবরন করেন। জীবদ্ধশায় চিকিৎসার জন্য তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের
বরাবরে অনুদানের জন্য আবেদন করেন। পরে তার মৃত্যুর পর জেলা প্রশাসনের
মাধ্যমে আবেদন করা হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তার জেষ্ট
পুত্রের নামে অনুদান মঞ্জুর করে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post