কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবের বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়ার পৌর বাজারের মাল্টিজিম, কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবের ২য় তলায় সকাল ১০ টার দিকে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবের সকল সদস্যদের সামনে ক্লাবের বার্ষিক
কার্যকলাপ তুলে ধরেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ বাবু বলেন, খুব শীঘ্রই দ্বিতীয়-তলায় মেয়েদের জন্য আলাদা সময় নির্ধারণ করে জিম শুরু করা হবে। ভালোমানের খেলোয়ার তৈরী করে জাতীয় পর্যায়ে পদক ছিনিয়ে আনবো। ক্লাবকে কিভাবে আধুনিক মাল্টি জিমে রুপান্তরিত করা যায় সে উদ্যোগ নেওয়া হয়েছে।
কুষ্টিয়া জিমনাষ্টিক ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান দোলন ক্লাবের আয়-ব্যায়ের হিসাব স্বচ্ছভাবে তুলে ধরেন। এসময় সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পর্যায়ে ভারোত্তোলন
প্রতিযোগিতায় আমাদের ক্লাবের সদস্যরা স্বর্ণ পদক, রোপ্পো পদক ও সিলভার পদক অর্জন করেছে। এদর মধ্যে আছেন মোঃ মহিবুল ইসলাম বাধন, ফারিয়া ইয়াসমিন পুতুল, মোঃ খালিদ হোসেন, মোঃ আইয়ুব আলী শুভ। শরীর গঠন প্রতিযোগিতায় অংশগ্রহন করে সিলভার পদক অর্জন করেছেন মোঃ সাজিদ হোসেন।
এছাড়াও বক্সিং প্রশিক্ষক হিসেবে মোঃ আরিফুল ইসলামকে জাতীয় পর্যায়ের প্রশিক্ষন দেওয়া হয়েছে। ফারিয়া ইয়াসমিন পুতুল ভারোত্তোনে বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরী পেয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//

Discussion about this post