আজ শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড়পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তার কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে অবদান, ক্রীড়ায় ও সামাজিক সংগঠনে অবদান সম্পর্কে তুলে ধরা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন সভাপতিত্ব করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//

Discussion about this post