দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল রবিবার প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৮টায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্যে আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে ১ মিটিন নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলার তারাগুনিয়ায় বাজারে সদ্য প্রয়াত সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে অধ্যাপক নাজমুল হুদা পটলের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এছাড়াও দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

Discussion about this post