মামুন নূর উদ্দিন মিয়া, মেহেরপুরঃ মেহেরপুর সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেন্সিডিলসহ হাদিসা খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটক হাদিসা খাতুন(৪০) হাদিসা খাতুন মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের স্কুল পাড়ার আব্দুল মালেকের স্ত্রী।
মেহেরপু সদর থানার ওসি(ভারপ্রাপ্ত) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অরূপ কুমার এর নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাদিসা খাতুনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় হাদিসা খাতুনের ঘর থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হাদিসা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post