নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সত্যখবর মিডিয়া লিঃ এর চেয়ারম্যান, দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক-সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজুকে হত্যার হুমকি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন ও নির্বাহী সদস্য শাহারিয়া ইমন রুবেল এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।
গতকাল রোববার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটস্থ হতে বিক্ষিভ মিছিলটি বের হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নজরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক লায়ন আরিফ খান, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিদ্যুৎ খন্দকার। বক্তারা বলেন, কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার রেশ কাটতে না কাটতেই এবার দুই সাংবাদিকদের উপর হামলা ও এক সাংবাদিককে হত্যা হুমকির মতো ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারী ও হুমকিদাতা সন্ত্রাসী চাঁদাবাজ মাদকসেবী কুদ্দুসকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post