চট্টগ্রামের পাঁচলাইশে চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১নম্বর রেল গেইট জামাল কলোনির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জিকু (২৫) ও মো. মিজান (২৪)।
জানা গেছে, মাসুদ আলম (৩৭) নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে চাঁদাবাজরা। শনিবার দুপুর দুইটার দিকে জামাল কলোনির ৩ নম্বর রুমের সামনে ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে মো. জিকু চাপাতি দেখিয়ে হত্যা করার হুমকি দেয়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার বলেন, চাঁদা দাবির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//

Discussion about this post