কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন মাহাজের পাড়া মাঠ থেকে ৪ শ’ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ’র নেতৃত্বে এস আই সেলিম রেজা, এস আই মেহেদী হাসান, এস আই বিশ্বজিত, এস আই কাউসার আলম, এস আই সাব্বির আহমেদ, এ এস আই আলমগীর, এ এস আই হুমায়ন, কং জামিরুল, মনিঠাকুর,খালিদ,মোতালেব সহ সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করিলে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার হয়।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ বলেন শনিবার রাত অনুমানিক ৯ টার সময় জানতে পারি, প্রাগপুর গ্রামের মাহাজের পাড়ার মাঠের মাঝ দিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা মাদক ব্যবসায়ীরা পাচারের জন্য নিয়ে আসছে। এরপর পুলিশ দল পাঠিয়ে ওই সব অবৈধ মাদক উদ্ধার করা হয়। এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//

Discussion about this post