২১৪ জন আউটসোর্সিং কর্মচারীর চুক্তির মেয়াদ শেষ
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নির্ধারিত আউটসোর্সিং কর্মচারী নিয়োগ না হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। ২১৪ জন আউটসোর্সিং কর্মচারীর কন্ট্রাক্ট’র মেয়াদ শেষের পর নতুন করে জনবল নিয়োগ না করায় ওই সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গিয়ে সেবা বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। খুলনা জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল), জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আরবান ডিসপেনসারী, টিবি ক্লিনিক, সংক্রামনব্যধি হাসপাতালে সর্বোমোট ২১৪ জন আউটসোর্সিং কর্মচারী কর্মরত ছিলেন।
২০২১-২২ সালে দায়িত্বে ছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কন্ট্যাক্ট ক্লিনিং সার্ভিসেস লিঃ এর মালিক মোঃ হেমায়েত হোসেন ফারুক । ২০২২-২০২৩ অর্থবছরে তাকবীর এন্টারপ্রাইজ ২১৪ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োগের কাজ পেলেও পূর্বের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কন্ট্যাক্ট ক্লিনিং সার্ভিসেস লিঃ-এর মালিক মোঃ হেমায়েত হোসেন ফারুক উচ্চ আদালতে রিট পিটিশনটি দাখিল করলে ( যার নং- ৭৬০০/২০২২) গত ৩০ জুন সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ আক্তারুজ্জামানের যৌথ বেঞ্চ খুলনা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন করে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ওপরে ৬মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
এরপর গত ১আগস্ট সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বারকোর্ট ওই নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। এই আদেশের পর নিয়োগ প্রক্রিয়া এখন পর্যন্ত চালু না হওয়ায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।
এ ব্যাপারে খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, পূর্বের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কন্ট্যাক্ট ক্লিনিং সার্ভিসেস লিঃ এর মালিক মোঃ হেমায়েত হোসেন ফারুক উচ্চ আদালতে ভূল ব্যাখা দিয়ে রিট পিটিশন করেছিলেন। যার প্রেক্ষিতে উচ্চ আদালত ৬মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরবর্তিতে ওই রিটের বিরুদ্ধে আপীল করলে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বারকোর্ট ওই নিষেধাজ্ঞা স্থগিতাদেশ দিয়েছেন। বর্তমানে ২১৪ জন আউটসোর্সিং কর্মচারীর নিয়োগে আর কোন বাধা নেই।
তবে নতুন কর্মচারী নিয়োগ না হওয়ায় জনবল সংকটে স্বাস্থ্যসেবা প্রদানে কিছুটা অসুবিধা হতে পারে। তিনি আরও জানান, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো থেকে সাধারন মানুষ যাতে করে কাঙ্খিত স্বাস্থ্যসেবা নিতে পারেন সে বিষয়ে রেখে আইনগত নির্দেশনা ও বিধিবিধান মেনেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//

Discussion about this post