ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা নিহত ও জ¦ালানী তেলসহ সারের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষক দলের আয়োজনে রোববার সকালে শহরের এইচএস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ কর্মসূচী পালিত হয়।
এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, সদস্য সচিব লাবলুর রহমার লাবলু। কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। সেই সাথে জ¦ালানী তেলসহ সারের মুল্য বৃদ্ধি করায় সরকারের পদত্যাগ দাবী করেন তারা।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৭,২০২২//

Discussion about this post