দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে রনি হোসেন (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের নীচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে বৈরাগীরচর সামছেরতলা গ্রামের তোফজ্জেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বন্ধুদের সঙ্গে রনি হোসেন পদ্মা নদীতে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। এলাকাবাসী ও তার বন্ধুরা নদীতে সন্ধান চালিয়ে বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার রনিকে মৃত ঘোষনা করেন। সে এ বছর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post