দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ৯.৩০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। বক্তব্য রাখেন, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার মো. আবু সালেক, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, দৌলতপুর প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও দৌলতপুর মহিলা বিষয়ক কর্মকতা মর্জিনা খাতুন। শেষে অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মহিলা বিষয়ক দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post