হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদের উদ্যোগে বার্ষিক কর্মসূচির আওতায় গরিব, দুস্থ, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন ও উপজেলা নিবার্হী অফিসার আব্দুল জব্বার।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮জন দুঃস্থ নারীকে স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//১০ আগষ্ট-২০২২

Discussion about this post