গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জালসহ বাবুল খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত ওই ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্ত বাবুল খান পাশ^বর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামের নবু খানের ছেলে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঘাঘর বাজারে সবুজ স্টোরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন ধরে বাবুল খান নিষিদ্ধ চায়না জাল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে ঘাঘর বাজারে অভিযান চালিয়ে বাবুল খানের দোকান থেকে ৬লক্ষ টাকার জাল উদ্ধার করা হয়। তাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ স্যার বাবুল খানকে ১বছরে কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন। নিষিদ্ধ চায়না জাল উদ্ধারে পরে উপজেলা পরিষদ চত্ত¡রে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
আর//দৈনিক দেশতথ্য//১০ আগষ্ট-২০২২

Discussion about this post