রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮ আইনে দায়েরকৃত মামলায় দন্ডিত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১।
বুধবার (১০ আগষ্ট) বিকালে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি রায়পুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আসামী জামাল হোসেন (৫০) দীর্ঘ ২১ বছর ধরে পলাতক ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত অস্ত্রধারী সন্ত্রাসী।
বৃহস্পতিবার (১১ আগষ্ট)সকালে র্যাব-১১ এর অধিনায়কের কার্যালয় আদমজীনগর হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এএসপি ও মিডিয়া কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা জানান, ফতুল্লার গঙ্গানগরের দাদন মিয়ার ছেলে জামাল হোসেন একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮ আইনে একটি মামলা দায়ের হয় যার মামলা নং-১৮(১২) ০১। আসামীর স্বীকারোক্তি মতে,পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী হতে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি রায়পাড়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। দীর্ঘ ২১ বছর সে এ মামলায় পলাতক ছিলো। তার বিরুদ্ধে দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮ আইনে এর ১৯ এ এবং ১৯ (এফ) ধারা পৃথকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে বিজ্ঞ আদালত তাকে মোট ১৭ বছর কারাদন্ড প্রদান করেন। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁও ও গজারিয়া থানায় পৃথক দুইটি মাদক মামলা রয়েছে। আসামীকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২

Discussion about this post