শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের ভূরম্নঙ্গামারীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে আনোয়ার হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বুধবার (১০ আগস্ট ) বিকেল থেকে শিশু আব্দুল্লাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজে না পেয়ে সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে জাল ফেলে ব্যাপক অনুসন্ধান চালায় শিশুটির পরিবার। এক পর্যায়ে শিশুটির মৃতদেহ জালে ওঠে আসে। পরে ভূরম্নঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে সোমবার দিবাগত রাতে শিশু আব্দুল্লাহর মৃত দেহ দাফন করা হয়।
ভূরম্নঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২

Discussion about this post