দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, মহিষকুন্ডি বিজিবি কোম্পনী কমান্ডারের প্রতিনিধি বিওপি কমান্ডার হাবিলদার কামাল হোসেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, সাংবাদিক শরীফুল ইসলাম ও আব্দুল আলীম সাচ্চু প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সীমান্তের চিহ্নিত মাদক চোরাকারবারীদের গ্রেফতারের দাবি জানান।
দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এরপর উপজেলা সার ও বীজ মনিটিরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা সার ও বীজ মনিটিরিং কমিটির সদস্যবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post