রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।। আর্ন্তজাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সংস্থায় প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ইয়ুথ চেম্বার ক্লাবের (২০২২-২৩) সভাপতি ঘোষনা করা হয়েছে।২০২০-২০২১ লায়ন্স বর্ষে বিশ্বব্যাপী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রকোপ থেকে অসহায় মানুষদেরকে অক্সিজেন সেবা ও সর্বোচ্চ সহযোগী হিসেবে বিবেচনায় তাঁকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
আঁগারগাও লায়ন্স হুমায়ুন জহির মিলনায়তনে লায়ন আজহার মাহমুদ পিএমযেএফ এর সভাপতিত্বে শুক্রবার (১২ আগষ্ট) আনুষ্ঠানিক ভাবে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সকল লায়নবৃন্দ এসময় শপথ নেন।
এসময় অনুষ্ঠানে প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ তার বক্তব্যে বলেন, লায়ন সদস্যরা নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যে ত্যাগ করে যাচ্ছেন তার প্রতিদান নিশ্চয় সৃষ্টিকর্তার কাছে মিলবে। আমি সকলের কাছে সহযোগিতা চাই যাতে আমরা একসাথে কাজ করে আটটি ক্লাবের মধ্যে সেরা একটি ক্লাব উপহার দিতে পারি।
উল্লেখ্য, প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সমিতির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন। চাকরিজীবী, ব্যবসায়ী ও কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরদের সমন্বয়ে গঠিত তাঁর “আমরা নতুন প্রজন্ম” ও “ওরা আপন জন” নামে সামাজিক সংগঠনটি রক্তদান কর্মসূচি, পরিস্কার-পরিচ্ছন্নতা, করোনাকালীন ও বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডগুলো পালন করে থাকে।
আর//দৈনিক দেশতথ্য//২০২২

Discussion about this post