শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জমির বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে ২৫০ টি পেঁপে ও ৫০ টি কলাগাছ কর্তনের অভিযোগ উঠেছে।
উপজেলার কাটিপাড়ায় শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যার পর অমানবিক এ ঘটনাটি ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগী ও অভিযোগকারী সুব্রত ভট্রচার্য্য জানান, তাদের সাড়ে ৩বিঘা জমিতে কলা ও পেঁপে গাছ লাগানো রয়েছে। কাটিপাড়া গ্রামের সোবাহান মোড়লের ছেলে আলী আজগর মোড়ল(৩৮), হাসেম মোড়ল(৪০), সিরাজুল ইসলাম(৪২) ও আফসার গাজীর ছেলে খালেক গাজী(৫৫) সাথে দীর্ঘদিন তাদের বিরোধ চলে আসছে। সর্বশেষ বিরোধের জেরধরে শুক্রবার সন্ধার পর প্রতিপক্ষরা বাগানে ঢুকে আনুমানিক প্রায় ২৫০ টি পেঁপে ও কলা বাগানের প্রায় ৫০টি কলা গাছ কেটে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে দাবি করেন।
এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, পেঁপে ও কলা গাছ কেঁটে ক্ষতিসাধনের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগের ব্যাপারে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post