মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা) সংবাদদাতা : মনপুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছ।
দিবসটি পালন উপলক্ষে সর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধাসরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করেন। উপজেলা প্রশাসন জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালনে কর্মসূচী শেষ হয়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ,দলীয় ও কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শোক র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী শুরু করেন।
উপজেলা প্রশাসন ও আ’লীগের কর্মসূচী পালনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাঈদ আহম্মেদ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি একেএম শাহজাহান, তৈয়বুর রহমান ফারুক, আবুল বাশার মিলন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ অলিউল্লাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার ,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর প্রমুখ।
এছাড়া আওয়ামীলীগের উদ্যোগে মসজিদে দোয়া ও মিলাদ এবং এতিম খানায় ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব এমপির ব্যাক্তিগত উদ্যোগে চরফৈজুদ্দিন বহুমুখী ইসলামিয়া মাদ্রাসায় ৪শত এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post