রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে.কর্নেল (অব.) ড. মোঃ আলমগীর হোসাইন, শিক্ষকবৃন্দ এবং প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেখ মুজিবুর রহমানের উপর বায়োগ্রাফি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শোকাবহ আগস্টের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং অধ্যক্ষ মহোদয়।
অধ্যক্ষ তার বক্তব্যে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে তার আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদেরকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে ১৫ আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহিদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিজয়ীদের মাঝে অধ্যক্ষ পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ পুলিশ নাট্যদলের পরিবশনায় মঞ্চনাটক ‘অভিশপ্ত আগস্ট’ প্রদর্শন করা হয়। শোক থেকে শক্তি নিয়ে নবজাগরণে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ আলমগীর হোসাইন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৫, ২০২২//

Discussion about this post