শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার আত্মহননের চেষ্টা চালিয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে অপরাজিতা হলের ভেতরে আত্মহননের চেষ্টা চালান তিনি। সর্বশেষ গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, খাদিজা আক্তার খুবি’র চতুর্থ বর্ষের ছাত্রী। তার ক্রমিক সংখ্যা ৪২০। বেলা সাড়ে ১১ টার দিকে কাউকে কিছু না জানিয়ে হলের মধ্যে থাকা একটি বটি নিয়ে বাথরুমের ভেতর প্রবেশ করে ভেতর থেকে দরজা লক করে দেন তিনি। পরে ওই বটি দিয়ে গলায় আঘাত করলে রুমে থাকা অন্যান্য ছাত্রীরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিাকিৎসার জন্য নিয়ে যায়। সর্বশেষ তার শরীরে সফলভাবে অস্ত্রোপাচার সম্পন্ন হওয়ায় তাকে পোষ্ট অপারেটিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন, খুবির ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জেনেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মো: শরীফ হাসান লিমন বলেন, খাদিজা নামের ওই শিক্ষার্থীর শরীরে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post