রাজবাড়ী প্রতিনিধি ॥ চাঁদাবাজী মামলা তুলে নেয়ার জন্য রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বকচর স্লুইচগেট এলাকার ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাদশা (৪৫)কে প্রাণনাশের হুমকী দিচ্ছে আসামীরা। এ ব্যাপারে থানায় জিডি করেও চরম নিরাপত্তাহীনতায় তার দিন কাটছে।
মামলা, জিডি ও অন্যান্য সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম বাদশা বকচর স্লুইচগেট এলাকার একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ‘মেসার্স জাহিদ স্টোর’ নামক মুদী, সার-কীটনাশক, মজুদদারী ও বিভিন্ন কোম্পানীর পরিবেশক হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছুদিন পূর্বে তিনি বকচর স্লুইচগেট এলাকার নিজ বাড়ীর সামনে গুদাম ঘর উত্তোলন করার সময় একই এলাকার মৃত মাজেদ আলী মন্ডলের ছেলে রাজু মন্ডল (৩৫) ও মৃত আসত আলী খাঁর ছেলে শরিফুল ইসলাম খাঁ (৩৫) তার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে। নিরুপায় হয়ে গত ১৮/০৪/২০২২ ইং তারিখ সকালে বকচর বাজারের পল্লী চিকিৎসক সোয়াইব হোসাইনের চেম্বারে বসে তাদেরকে ৩০ হাজার টাকা প্রদান করেন। বিষয়টি সম্পর্কে বকচর স্লুইচগেট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তছিরদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অবগত আছেন। তারপরও তারা দাবীকৃত টাকার মধ্যে বাকী ১ লক্ষ ২০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকে এবং ১৭/০৫/২০২২ ইং তারিখে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজু ও শরিফুলসহ তাদের আরও ৪ সহযোগী জাহিদুল ইসলামের বাড়ীর উপর চড়াও হয়ে খুন করে লাশ গুম করে ফেলার হুমকী দেয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদশা বাদী হয়ে গত ২২/০৫/২০২২ ইং তারিখে তাদের বিরুদ্ধে রাজবাড়ীর ৪নং আমলী আদালতে দন্ড বিধির ৪৪৭/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬ (২) ধারায় সি.আর-১৭৫/২২ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)কে আদেশ দেন। মামলা করার পর আসামীরা আরও ক্ষুদ্ধ হয় এবং যেকোন উপায়ে ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাদশার ক্ষতিসাধনের চেষ্টায় লিপ্ত হয়। গত ০৫/০৮/২০২২ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ও শরিফুলসহ আরও ৪/৫ জন জাহিদুল ইসলাম বাদশার বসতবাড়ীতে ঢুকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী প্রদান করে। অন্যথায় তাকে খুন করে লাশ গুম করে ফেলাসহ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ী-ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকী দেয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদশা গত ১২/০৮/২০২২ ইং তারিখে উল্লেখিতদের নামে বালিয়াকান্দি থানায় ৫১৮ নং জিডি করেন।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম বাদশা বলেন, চাঁদাবাজ আসামীদের ভয়ে তিনি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা যেকোন সময় তার যেকোন ধরনের ক্ষয়-ক্ষত করতে পারে। এ ব্যাপারে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
আর//দৈনিক দেশতথ্য//১৭ আগষ্ট-২০২২

Discussion about this post