শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে মোহিনী খাতুন (২২) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী।
বুধবার (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে ঘরের সিঁড়ি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মোহিনী খাতুন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের পন্ডের ঘাট এলাকার সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে মোহিনী তার মায়ের বাড়ি উপজেলার শ্যামপুর থেকে শ্বশুর বাড়ি আসে।
কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেয়।
প্রতিবেশীদের সাহায্য নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করলেও নানাভাবে অত্যাচার করে তারা। এতে রাগে ও ক্ষোভে মোহিনী আত্মহত্যা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৭,২০২২//

Discussion about this post