মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং গোড়াই শিল্পাঞ্চলের গার্মেন্টসসহ মিলকারখানায় নিরাপত্তা জোরদার করনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন মিলকারখানার মালিক ও কর্মকর্তাদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান, গোড়াই শিল্পাঞ্চলেল ইমপ্রেস লি. এর কর্মকর্তা মো. সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, কম্পোফিট কম্পোটি নীট লি. এর ব্যবস্থাপক এনামুল করিম খান, মন্ডল স্পিনিং মিলের ব্যবস্থাপক রেজাউল করিম এবং মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব প্রমুখ। এ সময় ইমপ্রেস টেকনোর কর্মকর্তা মো. আজাহার, বেঙ্গল এএফকের কর্মকর্তা হানিফ, পামিস সাউথ ইস্টর এর কর্মকর্তা দেব রায় কুমার, নাসির গ্লাস এন্ড কোং লি এর কর্মকর্তা জয়নাল আবেদীন, মেঘনা ইনোভারবার কোং লি. এর ব্যবস্তাপক মনিরুজ্জামান, নাহিদ কটন মিলের কর্মকর্তা মোস্তামিন হোসেন, মহেড়া পেপার মিলের ময়নুল ইসলামসহ গোড়াই শিল্পাঞ্চলের গার্মেন্টস ও বিভিন্ন মিলকারখানার মালিক-কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করানের লক্ষে হাইওয়ে ও ট্রাফিক পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনীর সদস্যদের সঙ্গে মির্জাপুর থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post