আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : চাঁদা না দেওয়ার জের ধরে চাঁদাবাজরা এক নৌশ্রমিককে মারধোর করে গুরুতর আহত করেছে।
১৭ আগস্ট বুধবার বিকেল ৬টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আবুয়া ও রক্তি নদীর মুখে এ ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার ফতেহপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামের শাহীদ মিয়ার পুত্র নুর আহমদ (২৬) থানায় ৫ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মখলিছ মিয়ার পুত্র রুবেল (৪২),আলীপুর গ্রামের আব্দুল করিমের পুত্র মরম আলী (৪০),ক্ষিরধরপুরের মজমিল আলীর পুত্র সাইফুল আমিন (২৮),উমেদপুরের নুরুল ইসলামের পুত্র কামাল (৩৪) ও সাহেল (৩২) নামের ৫ চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।
অভিযোগে প্রকাশ,গত ১৭ আগস্ট তাহিরপুরের ফাজিলপুর মহাল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৬ হাজার ফুট ভাঙ্গা পাথর নিয়ে ঢাকার গাবতলীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে উক্ত চাঁদাবাজরা আবুয়া রক্তি নদীতে ১২ হাজার টাকা চাঁদা দাবি করে নুর আহমদ ও তার বড় ভাই আলী আহমদের নৌকা আটক করে। আলী আহমদ বাধ্য হয়ে রুবেল এর হাতে ৫ হাজার টাকা প্রদান করে। কিন্তু চাঁদার বাকী ৭ হাজার টাকা পরিশোধ না করায় উক্ত দূবৃত্তরা আলী আহমদকে আটক করে রাখে এবং ছোট ভাই নুর আহমদকে বাকী ৭ হাজার টাকা দিয়ে বড় ভাইকে উদ্ধার করে নেয়ার জন্য মোবাইল ফোনে নির্দেশ দেয়। নুর আহমদ বড় ভাইকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে চাঁদার টাকা না দেয়ায় তাকে মারধোর করে গুরুতর আহত করে।
ঘটনার পর পরই আহত আলী আহমদকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post