ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের সেই বহুল আলোচিত নব-নির্বাচিত চেযারম্যান আশরাফ হোসেনের বিরূদ্ধে নৌকার সমথর্কদের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়, ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘদিন পর অবশেষে গত ১৫ জুন নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন বিজয়ী হয়। এরপর থেকে একের পর এক ওই ইউনিয়নে বিভিন্ন গ্রামে নৌকার ভোটারদের উপর হামলা ও নির্যাতন ও বাড়ীঘর ভাংচুর করে আশরাফের নেতৃত্বে তার দলীয় লোকজন।
গত ১৭ আগস্ট রাতে পূর্ব পরিকল্পিত ভাবে আশরাফের নেতৃত্বে তার দলীয় ৩০/৩৫ জন লোক নিয়ে বাগডাঙ্গা ও রতন হাট গ্রামে অর্তকিত হামলা চালিয়ে সাবেক চেয়ারম্যান কেবি’র দলীয় নৌকার সর্মথকদের ২০টি বাড়ীঘর ভাংচুর করে। সেসময় তারা হামলা চালিয়ে ৫জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে সুজন নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। এঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলায় বাগডাঙ্গা গ্রামের বোরহান উদ্দীন বাদী হয়ে চেয়ারম্যান আশরাফ হোসেনকে প্রধান আসামী করে ১৭ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post