মৌলভীবাজার প্রতিনিধি: ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা সড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে ফের ধর্মঘট পালন করছে।
গত শনিবার বৈঠকে ১৪৫ টাকা মজুরি মেনে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন । পরে সাধারণ শ্রমিক তা প্রত্যাখান করে এই ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
চা শ্রমিকদের ৩০০ মজুরির দাবিতে আজও দেশের ১৬৭টি চা বাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগান, হবিগঞ্জ ও সিলেট সহ সারা দেশের চা বাগানে অনির্দিষ্টকালের শ্রমিকরা ধর্মঘট পালন হচ্ছে।
চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাজানান,মোবাইল (০১৭১১৩৯৯৯৬৩) বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী ১৪৫ মজুরি মানেনি সাধারণ শ্রমিকরা। তাই তাদের ধর্মঘট ৩০০ মজুরি টাকা না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। চা বাগানের শ্রমিকরা কাজে যাবে না বলে জানিয়েছেন চা শ্রমিক নেতা মোহন রবি দাশ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post