শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার কুড়িগ্রাম সার্কিট হাউসে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মঞ্জুর- ই মুর্শেদ এর সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: রেজাউল করিম। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম। এছাড়া আলোচনায় অংশ নেন সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারম্নন অর রশিদ লাল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল/

Discussion about this post