শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।।কুড়িগ্রামে মাদকের মিথ্যা মামলায় ছেলেকে ফাসানোর প্রতিবাদে পিতার সংবাদ সম্মেলন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে জেলার ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামের ভুক্তভোগী সাইদুল হকের পিতা আবদার আলী এ সংবাদ সম্মেলন করেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ২৪মে প্রতিবেশী মনছুর আলী কোন এক সময় তার বাড়ীর উঠানে গরুর খড়ের গাদায় ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখেন। পরে সেই দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজনকে ডেকে নিয়ে এসে মাদক উদ্ধার করে আমার ছেলের নামে মাদকের মামলা রুজু করান। মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন বাড়ীর বাইরে খড়ের গাদায় মাদক উদ্ধার করলেও চার্জশিটে ঘড়ের ভিতর পাওয়ার কথা উল্লেখ করেন। যা সম্পুর্ন মিথ্যা ও শত্রুতা বশত করা হয়েছে বলে ভুক্তভোগীর পিতা দাবী করেন। বর্তমানে আমার ছেলে সাইদুল হক ওই মামলায় জেল হাজতে রয়েছে।
ভুক্তভোগীর পিতা বলেন, ছেলের বিয়ের ৩ মাস না যেতেই প্রতিপক্ষের লোকজন শত্রুতা করে এই ঘটনা ঘটিয়েছে। এখন আমার ছেলে বউ সংসার করতে চাচ্ছে না। কেন এতো বড় ক্ষতি করলো তারা আমার ছেলের। এবিষয়ে আমি ফুলবাড়ী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। তাছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন আমাকে বলছে চার্জসীট হালকা করে দিবে। তা না করে বড় ক্ষতি করেছে আমার। ছেলেকে অন্যায়ভাবে মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীর বিচার দাবী করেন ভুক্তভোগীর পিতা।
অার//দৈনিক দেশতথ্য//২৩ আগষ্ট-২০২২

Discussion about this post