শেখ দীন মাহমুদ, খুলনা প্রতিনিধি ।। খুলনার দৌলতপুরের টাস্ক ফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ী আরিফুজ্জামান রূপম নামে এক যুবককে ১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ রোড়ের বাসিন্দা শেখ কামাল উদ্দিনের ছেলে।
উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
খুলনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, রূপম দীর্ঘদিন যাবত দৌলতপুর এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। ঘটনা জানতে পেরে ওই এলাকায় রূপমের বাড়িতে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে তার ঘর তল্লাশী চালিয়ে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আর//দৈনিক দেশতথ্য//২৫ আগষ্ট-২০২২

Discussion about this post