দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারীর চরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামে বাড়ির পাশের জলাশয়ে ডুবে সিয়াম (৭) ও ঝুমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়। শিশু সিয়াম একই গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ও ঝুমা আক্তার মনি জমাদারের মেয়ে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানিতে বাড়ির আশপাশের জলাশয় ভরে উঠলে সেই পানিতে খেলতে গিয়ে পানিতে যুবে দক্ষিণ খারিজারথাক গ্রামের ওই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

Discussion about this post