কুষ্টিয়ার দৌলতপুরে বেশী দামে সার বিক্রি করার অপরাধে নবীর উদ্দিন নামে এক সার ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ধারা লংঘনের দায়ে নবীর উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড বা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এসময় দৌলতপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। এরআগেও ওই সার ব্যবসায়ীকে মেয়াদ উত্তীর্ণ সার বিক্রি ও অবৈধ সার মজুদ করার দায়ে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সারের ডিলার এবং সাব-ডিলারদের অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৬,২০২২//

Discussion about this post