চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন জোনাকী ফাউন্ডেশনের আয়োজনে দ্বিতীয়তম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন মাহমুদ।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আশিক আরিফিনের সঞ্চলনায় অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা মাষ্টার এয়াকুব আলী।
এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী শেখ মুহাম্মদ ছরওয়ার হোসেন।
অনুষ্ঠানে সংবর্ধনা অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক ও গবেষক, জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস.এম ফোরকান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী সচিব, মোহাম্মদ নজরুল ইসলাম, ,আর.জি বাংলা টিভির ব্যবস্থাপনা সম্পাদক জামাল উদ্দিন, , পুকুরিয়া আনছারুল উলুম ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মুহাম্মদ আব্দুল কাদের, শিক্ষানুরাগী কবির আহমদ আজাদ, সাংবাদিক এম.ডি.এইচ রাজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি মননশীল ও সৃজনশীল প্রতিযোগিতা শিশুদের মেধাবিকাশে সহায়ক ভূমিকা রাখে। যাতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ তৈরি হয় এমন কাজ করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও সৃজনশীল শিক্ষার সঙ্গে পরিচিত করতে বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার প্রসারে বিনামূল্যে বই দিচ্ছে। নানা ধরনের বৃত্তির আয়োজন করছে। সমাজের নানা স্তরের মানুষ ও সংগঠন সরকারের শিক্ষা নীতিকে এগিয়ে নিতে নিজ উদ্যোগে বৃত্তির আয়োজন করছে। যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি গতিশীল করবে।’
সংগঠনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম জানান, ২০১৯ সালে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০২০ সালে পুরস্কার বিতরণের কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১৫৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
জোনাকী ফাউন্ডেশনের মেধা বৃত্তির এই আয়োজনে আনোয়ারা-কর্ণফুলী (আংশিক) উপজেলার ইউনিয়নগুলোর প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
উল্লেখ, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য , ক্রীড়া, সহ সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আর//দৈনিক দেশতথ্য//২৭ আগষ্ট-২০২২

Discussion about this post