গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : ব্যাপক উসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণ কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়া কেন্দ্রীয় গনেশ পাগল সেবাশ্রমের শ্রী শ্রী রাধা গোবন্দি মন্দির অঙ্গনে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আজ শেষ দিন।
গত বৃহস্পতিবার হ্মমুহুর্তে শুরু হয়েছে এ মহানাম যজ্ঞানুষ্ঠান। নাম সুধা পরিবেশন করছেন বাবা লোকনাথ সম্প্রদায় -সাতক্ষীরা, ভবতরণ সম্প্রদায় -ঢাকা, ব্রজের মাধুরী সম্প্রদায়- পিরোজপুর, জয় পাগল সম্প্রদায় -খুলনা, সত্য সনাতন সম্প্রদায় -গোপালগঞ্জ ও ভবা পাগলা সম্প্রদায় – সাতক্ষীরা।
প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগমে পূণ্যভূমিতে পরণিত হয়েছে এ ধর্মীয় অনুষ্ঠান। সোমবার অরুণোদয় সাথে সাথে এ শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংর্কীতনের সমাপ্তি হবে।
গনেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিতো বিশ্বাস বলেন, এ বছর দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এই ৪দিন হাজার হাজার ভক্তরা এসেছে এই নামসংর্কীতনে। অনেকেই ৪ দিন ধরে এখানে অবস্থান করে এ মধুর নাম শ্রবন করছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post