ঝিনাইদহ প্রতিনিধ ।।ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের ৪ দিন ব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৯ আগষ্ট) সকালে শহরের পবহাটি এলাকার একটি বেসরকারি সংস্থা মিলনায়তনে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে হোয়াইট বাংলা নামের একটি সংগঠন।
নারী উদ্যোক্তা শাপলা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেস্ট বিউটি এক্সপার্ট-২১ এর মুল সমন্বয়কারী হৃদয় সরকার।
প্রধান অতিথি ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট-২১’র চেয়ারম্যান ও হোয়াইট বাংলা’র সিইও তুর্য নাসির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনিক্যাল এক্সপার্ট সেলিম হাসান সুমন।
৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামী বৃহস্পতিবার শেষ হবে এ প্রশিক্ষণ।
আর//দৈনিক দেশতথ্য//২৯ আগষ্ট-২০২২

Discussion about this post