শেখ নাদীর শাহ্,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিধবাকে জোরপূর্বক ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
ঘটনার শিকার ওই নারী নিজে বাদী হয়ে উপজেলার লস্করের স্বরণখালী গ্রামের রমেশ বাছাড় (৫৫)কে আসামি করে খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে পিবিআইকে নির্দেশ দিয়েছে।
মামলার বিবরনে জানানো হয়, উপজেলার শিববাটি মোড় সংলগ্ন এলাকায় বসবাসকারী ওই বিধবা নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী গ্রামের রমেশ বাঁছাড়। এমনকি সে তার দায়িত্ব নেওয়ারও প্রস্তাব দেয়। একপর্যায়ে গত ১৮ জুন রাতে রমেশ তার ঘরে ঢুকে ফের কু-প্রস্তাব দিলে সে রাজী না হওয়ায় জোরপূর্বক ধর্ষনের প্রচেষ্টা চালায়।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৩ জুলাই খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
এ বিষয়ে অভিযুক্ত রমেশ মন্ডল ঘটনার সত্যতা অস্বীকার করে কোথাও মামলা হয়েছে কিনা তা তার জানা নেই বলে জানান।
এব্যাপারে খুলনা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই’র উপপুলিশ পরিদর্শক সোহেল হোসেন বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post