গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার মনসাবাড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডে পনিরের চায়ের দোকান, ফরিদ আহম্মেদের কাপড়ের দোকান, রেয়াজুলের ভ্যানের গ্যারেজ, সেলিমের ফার্মেসী ও হারুনের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মনসাবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ।
তিনি বলেন, পনিরের চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে নেভাতে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কাপড় ব্যবসায়ী ফরিদ আহম্মেদ বলেন, আমরা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ধার দেনা করে এই ব্যবসা শুরু করে ছিলাম। এই অগ্নিকান্ডে আমরা একেবারে নিঃ¯^ হয়েগেছি। এখন সরকার যদি আমাদের কোন প্রকার সাহায্য না করে তাহলে আমাদের পথে বসতে হবে।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আমরা প্রাথমিক ভাবে যেটা জেনেছি তাতে মনে হয়েছে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা যাতে সরকারি সহযোগিতা পায় তার ব্যবস্থা করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//

Discussion about this post