শাহীন আহমেদ, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামে বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে চালু হওয়া শিখন কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম শহরের ছিন্নমুকুল-বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে উলিপুর উপজেলার ৪৪ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজারদের ১২ দিনব্যাপী এই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্রোর সহকারী পরিচালক সাইদুর রহমান। ছিন্নমুকুল বাংলাদেশের নির্বাহী পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়ন প্রোগ্রাম ম্যানেজার সুশান্ত পাল, ফাইন্যান্স ম্যানেজার জুয়েল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় উলিপুর উপজেলায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্ত্মবায়ন করছে এনজিও ছিন্নমুকুল-বাংলাদেশ।
সংশ্লিষ্ঠ সুত্র জানায়, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (সাব কম্পোনেন্ট ২.৫, পিইডিপি-৪) এর আওতায় ৪২ মাস মেয়াদী এই শিখন কেন্দ্রগুলোতে ৮ থেকে ১৪ বছরের যে শিশু কখনো স্কুলে যায়নি বা যায়না এমন শিশুকে অর্ন্ত্মভুক্ত করে শিক্ষার মূল স্রোতে ফেরানো হবে।
আর//দৈনিক দেশতথ্য//২ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post