পাইকগাছার কপিলমুনিতে সিকিউরিটি চেকে বাকিতে মালামাল কিনে দু’বছরেও শোধ না দেওয়ায় বিপ্লব সাধু নামে এক পাইকারী মুদি ব্যাবসায়ী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অপর ক্ষুদ্র মুদি ব্যাবসায়ীকে।
অভিযোগে জানানো হয়, দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বানিজ্যিক মোকাম কপিলমুনির নাছিরপুর গ্রামের শক্তিপদ সাধুর ছেলে বিপ্লব সাধু সদরের একজন স্থায়ী মুদি ব্যাবসায়ী। বিভিন্ন জনের ন্যায় পার্শ্ববর্তী তালা উপজেলার জেঠুয়া গ্রামের ক্ষুদ্র মুদি দোকানি আরশাদ আলী ফকিরের ছেলে হারুন আর রশিদ গত কয়েক বছর থেকে বিপ্লবের দোকান থেকে নগদ ও বাকিতে দোকানের মালামাল সামগ্রী ক্রয় করতেন। এভাবে তাদের মধ্যে বিশ্বস্থতাও গড়ে ওঠে। এক পর্যায়ে বছর দু’য়েক আগে হারুন তার ব্যাবসা প্রসারতা বৃদ্ধিতে অধিক মালামাল ক্রয়ে বিপ্লব সাধুকে অগ্রণী ব্যাংক লি: কপিলমুনি শাখার অনুকুলে চলতি হিসাব নং- ০২০০০১৩৩৪৭২৮৮ এর চেক নং-১১৯২০০২৩৯৮১ সিকিউরিটি হিসেবে জমা রেখে বাকিতে মালামাল নেওয়া শুরু করে। সর্বশেষ দফায় দফায় প্রায় ৯ লক্ষ টাকার মালামাল নিয়ে টাকা পরিশোধ না করে তাকে আর্থিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ করে আসছে।
এরপর বিপ্লব সাধু বাধ্য হয়ে গত ১৪ আগস্ট চেকটি নিয়ে অগ্রণী ব্যাংক লিঃ কপিলমুনি শাখায় গেলে একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় এবং চেকের স্বাক্ষরেও ডুপ্লিকেট ধরা পড়ায় কর্তৃপক্ষ ডিজঅনার স্লিপ প্রদান করেন।
সিকিউরিটি হিসেবে ব্যাংক চেক জমা দিয়ে বাকিতে মাল খরিদ করে টাকা না দেওয়ায় প্রতারনার দায়ে বিপ্লব সাধু নিগোসিয়েবল ইন্সটুমেন্ট এ্যাক্ট এর ১৩৮ ধারায় ৩ গুণ অর্থাৎ ২৭ লক্ষ টাকা উশুলে যথাযথ আদালতে মামলা করবেন বলে ৩০ দিনের সময় দিয়ে উকিল মারফত লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।
সর্বশেষ এঘটনায় ব্যবসায়ীক বিশ্বস্থতা নিয়ে স্থানীয় ব্যাসায়ীদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৩,২০২২//

Discussion about this post