চট্টগ্রামে “আর নয় শব্দ সন্ত্রাস” স্লোগানকে সামনে রেখে হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে ও মানববন্ধনের আয়োজক কমিটির আহবায়ক ম. মাহমদুর রহমান শাওনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, মানবাধিকার নেতা গোলাম মাওলা মুরাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শব্দ দূষণের মাধ্যমে এদেশে মানুষ তামাশা করে। উচ্চস্বরে আওয়াজ করে উৎসবে আনন্দ করে। অথচ তারা জানে না, এই দূষণের মাধ্যমে মানুষের কী পরিমাণ ক্ষতি হচ্ছে। হাইড্রোলিক হর্ন বন্ধ করতে পারলে শব্দদূষণ অনেকটাই কমে আসবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৩,২০২২//

Discussion about this post