কুষ্টিয়ার মিরপুরে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা তাঁতীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পোড়াদহ ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন দুলাল, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুকের সন্তান হাজ্জাত হোসেন, ইয়াছিন মাহমুদা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ রাজিব, পুলিশ সদস্য আহসান কবির, রোনিতা ট্রেডার্সের চেয়ারম্যান আক্তার হোসেন, ডিপো ইনচার্জ আরিফ হোসেন, জেলা প্রতিবন্ধী ফেডারেশন’র (কম্পন) সভাপতি সোহেল রানা (মন্ত্রী), উশু ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এসএম জামাল, দফতর সম্পাদক আবদুল মজিদ জিয়া, বারুইপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, পপুলার ফার্মসীর স্বত্বাধিকারী রাকীব রায়হান, পান ব্যাবসায়ী মহিবুল, বাবু, আকরাম হোসেন, রাশেদসহ স্থানীয়রা।
খেলায় হাজরাহাটি স্পোর্টিং ক্লাব ও চৌড়হাস পিকুল স্মৃতি স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে হাজরাহাটি স্পোর্টিং ক্লাব-৩ ও চৌড়হাস পিকুল স্মৃতি স্পোর্টিং ক্লাব-১ গোল দিয়ে হাজরাহাটি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের খাশি ছাগল, চ্যাম্পিয়ম ট্রফি, মেডেল এবং রানারআপ দলের মাঝে দুইটি রাজহাঁস, ট্রফি ও মেডেল তুলপ দেন অতিথিরা। খেলা পরিচালনা করেন বদরুল হোসেন।
রাজা/দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৪,২০২২//

Discussion about this post