মোঃ রাসেল, বরগুনা:
বরগুনা ২ আসনের সাবেক সাংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা শাখা৷
রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গনতান্ত্রিক দেশ হয়েও গনতন্ত্র নেই এই দেশে। কেউ কিছু বললেই তাকে থামিয়ে দেয়া হয়। আজ পাথরঘাটায় যা ঘটেছে তা একটি গনতান্ত্রিক দেশের নমুনা কখনই হতে পারেনা।
বক্তারা আরও বলেন, সাবেক এমপি নুর ইসলাম মনি বরগুনা ২ আসনের (পাথরঘাটা, বামনা, বেতাগী) সাবেক তিনবারের জাতীয় সাংসদ সদস্য ছিলেন। সোমবার(০৫ সেপ্টেম্বর) দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তার। কর্মসূচি যোগ দিতে তিনি নিজ জন্মস্থানে বরগুনা জেলার পাথরঘাটায় আসতে গিয়ে হামলার শিকার হন। সুষ্ঠু নির্বাচন হলে নুর ইসলাম মনি পুনরায় সাংসদ নির্বাচিত হবেন। তাই ক্ষমতা হারানোর ভয়ে নৈরাজ্য করছে ক্ষমতাসীন আওয়ামীগ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ন আহ্বায়ক নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব তরিকুজ্জামান টিটু। এসময় পাথরঘাটায় ছাত্রলীগ-যুবলীগের কতৃক হামলার তীব্র নিন্দা জানান তারা।
প্রসঙ্গত, সম্প্রতি তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় পাথরঘাটা উপজেলা বিএনপি। এতে যোগ দিতে (৪ সেপ্টেম্বর) ১৬ বছর পর ঢাকা থেকে গাড়ি বহর নিয়ে নিজ গ্রাম পাথরঘাটার নাচনাপাড়ার উদ্দেশ্য রওয়ানা হন সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেতা নুর ইসলাম মনি। বিকেলে তার গাড়ি বহর নাচনাপাড়া প্রবেশ করা মাত্রই হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকমীরা। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এতে নুর ইসলাম মনি, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুকসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Discussion about this post