শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্যা গ্রামে বজ্রপাতে জাকির হোসেন নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার ( ০৫ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে এঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত জাকির হোসেন বরিল্যা গ্রামের মৃত আবদুল গণির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মজিত জানান, সকালে নাস্তা খেয়ে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলেন জাকির। এ সময় মুষলধারে বৃষ্টিপাতের পাশাপাশি থেমে থেমে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় জাকির। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//৫ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post